Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to Upazila Cooperative Office, Matlab North, Chandpur


Training details

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

 

নিম্নোক্ত প্রশিক্ষণ সমূহে বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা বা আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট, ফেনী এর চাহিদা মোতাবেক জেলা সমবায় কর্মকর্তা, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশ মোতাবেক সমবায় সমিতির সদস্যদের মনোনয়ন দেয়া হয়। আগ্রমী সমবায়ী অত্র কার্যালয়ে নাম নিবন্ধন করলে অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন পাবেন।

প্রশিক্ষণ(সমবায় সমিতির সদস্যদের মধ্যে)-

  • আইজএ (সেলাই)
  • আইজিএ (বেসিক কম্পিউটার)
  • আইজিএ (ক্রিষ্টাল শো-পিছ)
  • আইজিএ (ইলেক্ট্রিক্যাল)
  • আইজিএ (ব্লক বাটিক)
  • আইজিএ  (মোবাইল সার্ভিসিং)
  • হিসাব ও নিরীক্ষা
  • সমবায় উদ্যোক্তা সৃষ্টি
  • সমিতি ব্যবস্থাপনা

 

১৫ (পনেরো) দিন

১০ (দশ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

 

প্রশিক্ষণ মডিউল

একাডেমী বা শিক্ষাতনের চাহিদার প্রেক্ষিতে

উপজেলা সমবায় অফিস কর্তৃক সমবায় সমিতির সমিতির সদস্যদের মনোনয়ন

বাংলাদেশ সমবায় একাডেমী কোটবাড়ী, কুমিল্লা ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, ফেনীতে সমবায় অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হারে সমবায়ীদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।

 
অত্র  উপজেলায় স্থানীয়ভাবে আয়োজিত ০১দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণে অংশগ্রহন করতে পারেন। সেটা উপজেলা পর্যায়ে ৫টি সমবায় সমিতি হতে পাঁচ জন করে ২৫জনের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়। সেখানে সমবায়ীরা অংশগ্রহন করতে পারেন।